নিরাপত্তা নিশ্চয়তা না পেয়েও ‘হতাশ’ নন জেলেনস্কি

নিরাপত্তা নিশ্চয়তা না পেয়েও ‘হতাশ’ নন জেলেনস্কি

প্যারিসে ইউরোপীয় নেতাদের সম্মেলন থেকে নিরাপত্তা নিশ্চয়তা না পেয়েও হতাশ নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে জড়ো হন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।

সম্মেলন শেষে নিউইউর্ক টাইমসের সাংবাদিক জেলেনস্কির কাছে জানতে চান আজকের সম্মেলন থেকে নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় তিনি হতাশ কি না। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি হতাশ নই।  

জেলেনস্কি বলেন, আমি যেসব বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করি, সেসব পেয়েছি। যুদ্ধের পর ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিশ্চিতভাবে বাড়ানো হবে, যা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার গুরুত্ব আবারও তুলে ধরেন, এবং সেনাবাহিনীর জন্য প্রতিশ্রুত বিনিয়োগে তিনি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন।

জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ইউরোপ ও আমেরিকাকে বিভক্ত করতে চান। তার প্রশাসন এক বছরের বেশি সময় ধরে এ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, আমেরিকাকে আরও শক্তিশালী হতে হবে।

ইউরোপীয় দেশগুলো বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিবর্তে আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যুদ্ধের পর ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিতকারী বাহিনী পাঠানোর পরিকল্পনা তৈরি করছে ব্রিটেন ও ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS