ছেলেটি তখনো কিশোর, মাধ্যমিকের গণ্ডি পার হয়নি। সেই বয়সেই সইতে হয় ‘আয়না ঘরের’ মতো অন্ধকার প্রকোষ্ঠের নির্মম অত্যাচার, আট মাসের জেলজীবন।শেষ পর্যন্ত হয় কারামুক্ত, কৈশোর পেরিয়ে সদ্য পা রেখেছেন তারুণ্যে, কিন্তু ওই নিপীড়নের মানসিক যন্ত্রণা থেকে বের হতে পারছেন না। তার অপরাধ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা। কৈশোরে এমন নির্যাতনের
বিস্তারিত পড়ুন