আয়ারল্যান্ডের সঙ্গে ‘গ্রুপ সোয়াপ’ করে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ

আয়ারল্যান্ডের সঙ্গে ‘গ্রুপ সোয়াপ’ করে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বিসিবি এবার আইসিসিকে প্রস্তাব দিয়েছে তাদের গ্রুপ পরিবর্তনের জন্য। মূলত আয়ারল্যান্ডের জায়গায় শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যেই এই ‘গ্রুপ সোয়াপ’ বা গ্রুপ অদলবদলের প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসে বিসিবির শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত ছিলেন। সেখানেই বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের পরিবর্তে ‘গ্রুপ সি’-তে খেলার প্রস্তাব দেওয়া হয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘গ্রুপ বি’-তে রয়েছে, যার ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে ‘গ্রুপ সি’-তে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে হওয়ার কথা রয়েছে।বিসিবি চায় আয়ারল্যান্ডের জায়গায় গিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে, যাতে ভারতের মাটিতে পা না রেখেও বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব হয়।

দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের শুরু হয় সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার ঘটনায়। হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দিলে দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে বিসিবি।

বিসিবির সঙ্গে বৈঠক শেষে আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ আজ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে তার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইসিসি শুরু থেকেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলার পক্ষে মত দিলেও বিসিবির অনড় অবস্থান ও নতুন এই বিকল্প প্রস্তাব এখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS