সিরিয়াকে অস্থিতিশীল করতে আসাদের অনুসারীদের চক্রান্ত ফাঁস

সিরিয়াকে অস্থিতিশীল করতে আসাদের অনুসারীদের চক্রান্ত ফাঁস

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত। এ ষড়যন্ত্রে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের ইঙ্গিতও রয়েছে।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা আরবির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াকে অস্থিতিশীল করতে আসাদের অনুসারীদের ষড়যন্ত্রের চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া ফোনালাপ ও নথিতে।

বুধবার (৩১ ডিসেম্বর) আল জাজিরা আরবির অনুসন্ধানী অনুষ্ঠান ‘আল-মুতাহারি’ (দ্য ইনভেস্টিগেটর) সম্প্রচারিত হবে। এতে ৭৪ ঘণ্টার বেশি সময়ের অডিও রেকর্ডিং এবং শতাধিক পৃষ্ঠার নথি বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে আল-আসাদ সরকারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সুহেইল আল-হাসান।তিনি কুখ্যাত কুয়াত আল-নিমরের (টাইগার ফোর্সেস) কমান্ডার ছিলেন। এটি আল-আসাদ সরকারের একটি এলিট বাহিনী হিসেবে পরিচিত।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, আল-হাসান ও তার সহযোগীরা নতুন করে সংগঠিত হওয়া, অর্থ সংগ্রহ এবং অস্ত্র জোগাড়ের মাধ্যমে সিরিয়ায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। একটি গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ে এক ব্যক্তিকে (যাকে হ্যাকার বা মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে) আল-হাসানকে ইসরায়েলের সমর্থনের আশ্বাস দিতে শোনা যায়।

রেকর্ডিংয়ে শোনা যায় ওই ব্যক্তি বলছেন, ‘ইসরায়েল রাষ্ট্র সব সক্ষমতা নিয়ে আপনাদের পাশে থাকবে।’ এর জবাবে আল-হাসান বলেন, ‘আমার ওপরে আরও একজন আছেন। মিস্টার রামিই সমন্বয় করেন। আর আমার কাছে বিপজ্জনক গোয়েন্দা তথ্য আছে।’

প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে বিদ্রোহী জোটের আকস্মিক অভিযানে ৫৪ বছরের আল-আসাদ শাসনের অবসান ঘটে।বিদ্রোহীদের নেতৃত্ব দেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ওই অভিযানের পর বাশার আল-আসাদ রাশিয়ায় আশ্রয় নেন।

তবে আল-আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় সামরিক অভিযান ব্যাপকভাবে বাড়িয়ে দেয় ইসরায়েল। দেশটির বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। একই সঙ্গে গোলান মালভূমিতে দখলদারি আরও বিস্তৃত করা হয়। গত জুলাইয়ে দামেস্কেও বিমান হামলা চালায় ইসরায়েল।

সশস্ত্র সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির তথ্যমতে, গত এক বছরে ইসরায়েল সিরিয়ায় ৬০০টির বেশি বিমান, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। গড়ে প্রতিদিন প্রায় দুটি বড় হামলা চালায় ইহুদি প্রধান রাষ্ট্রটি।

ফাঁস হওয়া কথোপকথনে সাবেক আরেক ব্রিগেডিয়ার জেনারেল ঘিয়াথ দাল্লার কণ্ঠও শোনা যায়। তিনি আল-হাসানকে আল-আসাদ পরিবারের ঐতিহ্যগত সমর্থনভিত্তিক অঞ্চলগুলোর প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। দাল্লা বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তা, সুহেইল দ্য টাইগার পুরো পাহাড় ও উপকূলের অনুভূতির কথা বলেছেন।’ 

এ সময় আল-হাসান বর্তমান পরিস্থিতিকে ‘বন্যা’ বলে উল্লেখ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। রেকর্ডিংয়ে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের দোয়া, এই বোকামি, এই অশুভ অবস্থা, এই অন্ধকারকে তারা বন্যা বলছে, সব শেষ হয়ে যাক।’

আল জাজিরা জানিয়েছে, উপস্থাপক জামাল আল-মালিকির সঞ্চালনায় দ্য ইনভেস্টিগেটর অনুষ্ঠানের আসন্ন পর্বে ষড়যন্ত্রের পূর্ণ বিবরণ তুলে ধরা হবে। এর অংশবিশেষ বুধবার আল জাজিরার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রকাশিত হবে আগামী জানুয়ারির মাঝামাঝি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS