৩৮১ কোটি টাকায় ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

৩৮১ কোটি টাকায় ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৮১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা। এছাড়া চীন থেকে প্রায় ৯৮ কোটি টাকার ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠেকে এ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবরর প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি- নিউট্রিনেটস কোম্পানি থেকে ১৪তম লটের ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সৌদি আরব থেকে এ সার আনতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা। 

শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার কিনতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিএসপিসিএল এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেডের কাছ থেকে এ ফসফরিক অ্যাসিড আনতে ব্যয় হবে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS