বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি। মেয়েদের ফুটবল লিগে এবারই প্রথম তাদের পদচারণা। আর সেই অভিষেক ম্যাচেই যেন ঝলক দেখাল ভবিষ্যতের প্রতিশ্রুতি ফুটবলাররা। গত মৌসুমের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমিকে গোলবন্যায় ভাসিয়ে লিগ যাত্রা শুরু করল তারা।
আজ সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ৮-০ ব্যবধানে হারিয়েছে বিকেএসপি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি নতুন মৌসুমে দলে বড় পরিবর্তন এনে মাঠে নামায়। আগের আসরে অভিজ্ঞ ফুটবলাররা দলে থাকলেও এবারের আসরে ভালো দল করতে পারেনি নাসরিন। ফলাফল প্রথম ম্যাচেই ব্যর্থতার তেতো স্বাদ।
ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য দেখায় বিকেএসপি। ১১তম মিনিটে অয়ন্ত বালার প্রথম প্রচেষ্টা গোললাইনের সামনে ক্লিয়ার করে সুমি রানী। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি নাসরিন একাডেমি। ২২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় ঠাণ্ডা মাথায় শট নিয়ে দলকে লিড এনে দেন আইরিন খাতুন।
চার মিনিট পর ব্যবধান বাড়ান আলমিনা। গোলকিপারের ভুলে পাওয়া বল নিখুঁতভাবে জালে পাঠান তিনি। ৩৩তম মিনিটে প্রতিমা মুন্দার নিখুঁত পাস থেকে সহজ শটে অয়ন্ত বালার গোল। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বিকেএসপির হাতে।
বিরতির পর তীব্র শীতের কারণে ছন্দ কিছুটা কমে আসে দুই দলেরই।তবে গোলের ধারা থামে না বিকেএসপির। ৭৩তম মিনিটে প্রতিমা মুন্দা, এরপর রিয়ার দূরপাল্লার শট, ৮৩তম মিনিটে দুই ডিফেন্ডার কাটিয়ে ফাতেমা আক্তারের চতুর ফিনিশ প্রতিটিই যেন নাসরিন একাডেমির জন্য নতুন হতাশা।
ম্যাচের শেষ দিকে ফাতেমার পর পর তিনবারের প্রচেষ্টা প্রথম দুইটি ঠেকালেও গোলরক্ষক তৃতীয়বার সফল হতে পারেননি। যোগ করা সময়ে উম্মে কুলসুমের শটে গোলরক্ষকের হাত ফসকে বল ঢুকে যায় জালে। সেই সঙ্গে ৮-০ গোলের বিশাল জয়ের আনন্দে মাঠ ছাড়ে বিকেএসপি।