সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

জনস্রোতের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সূর্যাস্তের আগে সেখানে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে পথে লাখো জনতা তাকে শুভেচ্ছা জানায়। লাল-সবুজের বাসে দাঁড়িয়ে তারেক রহমানও হাত উঁচিয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন।

বিকেল সাড়ে ৪টার পর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান।প্রথমে সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করতে এসেছিলেন তারেক রহমান।

এরপর তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু পথে জনতার স্রোত এত তীব্র হয় যে, তার গাড়িবহর খুব ধীরে চলতে হচ্ছিল।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। এদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেয় বিএনপি।

এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।তারপর তিনি গুলশানের বাসায় ওঠেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS