‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’

‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিবে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,  ‘লীগ ধর, জেলে ভর’,  ‘গোলামী না আজাদি, আজাদি আজাদী’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল এবং অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন।তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার।
চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান হাদি।

১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যুর খবর জানান চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS