News Headline :
ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’।

সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে ‘রেডি হাউ’-এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্লেস, যা ফ্যাশন উইথ পারপাস ধারণায় বিশ্বাসী।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে।

প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ ও অর্থবহভাবে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানানো হয়। 

উদ্যোক্তারা জানান, আগামীর ফ্যাশন বাজারে ‘রেডি হাউ’ শুধু একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS