News Headline :
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ।

রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

খেজুর আমদানিতে এ কাস্টমস ডিউটি অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানি পণ্যের ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা এ বছরও বহাল রয়েছে।

খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS