রাজধানীর তেজগাঁওয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার (২৪ ডিসেম্বর) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ দুটি মনিটর, একটি সিপিইউ ও একটি হার্ডডিক্স লুট করে নিয়ে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়।
পরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এ নিয়ে গত দুইদিনে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হলো।