News Headline :
হাদি হত্যা: বাইকচালক আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

হাদি হত্যা: বাইকচালক আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সময় শুটার ফয়সাল করিম মাসুদকে বহনকারী মোটরসাইকেলচালক আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদার (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,  বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হিমনের সহযোগী মেহেদির আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সময় শুটার ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেল চালক আলমগীরের খুবই অন্তরঙ্গ বন্ধু হিমন রহমান অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনায় মেহেদী নামে আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে, তার কাছেও অস্ত্র থাকতে পারে।

আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হিমন রহমান শিকদার ও তার সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জড়িত অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS