ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং রাজধানীর শ্যামলীতে তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে। চারতলা বিশিষ্ট প্রায় ১৯ হাজার বর্গফুট আয়তনের এই আউটলেটটি ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কেনাকাটার সুবিধা নিশ্চিত করবে।
সোমবার এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ।
নতুন আউটলেটে আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ-এর পাশাপাশি পাওয়া যাবে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ।
এছাড়া আউটলেটটিতে গ্রাসরুটস ক্যাফে থাকায় ক্রেতারা কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
তামারা হাসান আবেদ বলেন, শ্যামলীর এই নতুন আউটলেটটি দীর্ঘদিনের পাশাপাশি নতুন ক্রেতাদের আরও কাছাকাছি আনবে এবং আড়ংয়ের সেবার পরিসর সম্প্রসারণে ভূমিকা রাখবে।