ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তে বিপিন কুমার (৩৫) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসি বাংলার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও ক্রিটিক্যাল। বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদরদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গুলি কে বা কোথা থেকে ছোড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।