News Headline :
গ্রিনল্যান্ড ‘অবশ্যই দরকার’, বিশেষ দূত নিয়োগের পর ট্রাম্প লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা ভারত ও পাকিস্তান থেকে ৪৫৯ কোটি টাকার চাল কিনবে সরকার টানা স্বর্ণ-রুপার দামে রেকর্ড রুমিন ফারহানার আসনে জুনায়েদ আল হাবিবকে বিএনপির সমর্থন তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে স্বাগত মিছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করার দাবি চেম্বার সভাপতি দিপুর ৩০০ ফিটে সাজসাজ রব, উৎসবের আমেজে বিএনপি নেতা-কর্মীরা
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তে বিপিন কুমার (৩৫) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসি বাংলার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও ক্রিটিক্যাল। বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদরদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গুলি কে বা কোথা থেকে ছোড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS