শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে ভ্যাট ও কর কাঠামোকে যুক্তিসঙ্গত করার আহ্বান বিসিআইয়ের

শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে ভ্যাট ও কর কাঠামোকে যুক্তিসঙ্গত করার আহ্বান বিসিআইয়ের

উৎপাদন শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে ভ্যাট ও কর কাঠামোকে যুক্তিসঙ্গত করাসহ নতুন উদ্যোক্তা, স্টার্ট-আপের মতো সংস্থাগুলোকে সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর বোর্ডরুমে ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানানো হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভার শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বিসিআই-এর মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সম্প্রতি মৃত্যুবরণকারী প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহি ও সাবেক সভাপতি এটিএম ওয়াজিউল্লাহ-এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় ও নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

এরপর আলোচ্য সূচি অনুযায়ী সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম পরিচালনা করেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন এনডিসি। 

বিসিআই-এর সভাপতি তার বক্তব্যে বলেন, আমি আনন্দিত ব্যবসায়ী নেতাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। আপনাদের সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে বিসিআই তার সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।দেশের একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই দেশের সব প্রকার শিল্পের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করে চলেছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শিল্পের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কাজ করে চলেছে। 

তিনি বলেন, আজকের সভায় ট্যাক্স ও ভ্যাট বিষয়ক যে সমস্যাসমূহ তুলে ধরা হয়েছে, এগুলো নিয়ে বিসিআই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দ্রুত কাজ শুরু করবে।  

কিছু বিষয়ের ওপর আমাদের মনোযোগ দেওয়া উচিত জানিয়ে বিসিআই সভাপতি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি করে বর্তমান শিল্পের প্রতিযোগিতামূলকতা বজায় রাখার জন্য আমাদের সব শিল্প এলাকায় গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা।

উৎপাদনের কার্যকর সরবরাহ শৃঙ্খল বজায় রাখার জন্য এবং উৎপাদনের সুষ্ঠু পরিচালনার জন্য আমাদের মসৃণ গণতান্ত্রিক রূপান্তর করা। আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আয় বৈষম্য কমাতে আমাদের টেকসই এমএসএমই উন্নয়ন পরিবেশের ওপর মনোযোগ দেওয়া।

এ ছাড়া শিল্প খাতে গবেষণা ও উদ্ভাবনের জন্য শিক্ষাবিদ, শিল্প এবং সরকারের যৌথ সহযোগিতা। পণ্য টেস্টিং এবং সার্টিফিকেশন উদ্যোক্তাবান্ধব করা। নতুন উদ্যোক্তা এবং স্টার্ট-আপগুলোকে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহায়তা দেওয়া।উৎপাদন শিল্পের প্রবৃদ্ধির ওপর দৃষ্টি দিয়ে ভ্যাট এবং কর কাঠামোকে যুক্তি সঙ্গত করা।

আলোচনা সভায় অংশ নেন বিসিআই-এর সদস্য ওবায়দুর রহমান, বিসিআই-এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম, বিসিএমই-এর সভাপতি মইনুল ইসলাম, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, বিসিআই-এর সহ-সভাপতি মো. ইউনুস, বিসিআই সদস্য নুরুল হাসান মিয়া, শহিদুল হক, মো. জিয়াউদ্দিন প্রমুখ। সভায় বিসিআই সদস্য ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভা শেষ ভাগে বিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS