এ কে খন্দকারের মৃত্যুতে ফখরুলের শোক

এ কে খন্দকারের মৃত্যুতে ফখরুলের শোক

মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী ও সাবেক মন্ত্রী এ কে খন্দকারের (বীর উত্তম) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ কে খন্দকারের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যথী। 

শোকবার্তায় তিনি বলেন, মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) মরহুম এ কে খন্দকার বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন। সাবেক এই এয়ার ভাইস মার্শাল গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন।

তিনি মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কারণে তিনি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের প্রতি তার গভীর মমত্ববোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার নিবেদিতপ্রাণ ভূমিকা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি।আমি দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS