সিলেটে উসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন

সিলেটে উসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর কোর্ট পয়েন্টে কালেক্টরেট জামে মসজিদের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গোলজার হোসেন, লল্লিক হোসেন চৌধুরী, আশরাফ গাজী, লুৎফুর রহমান, নাসির উদ্দিন রহিম, তোফায়েল আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু, জুলাই যোদ্ধা ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, রজব আহমদ, সাহেল আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, জাবেদুর রহমান, সেলিম আহমদ, মো. জুবায়ের আহমদ রুমান, সাফওয়ান আহমদ, নজরুল ইসলাম, মামুন আহমদ সুমন, জুলাই যোদ্ধা রুবেল আহমদ, মঈনুল হক ইমন, শাহীন আহমদ, মুর্শেদ আহমদ, আলী আহমদ, মো. আব্দুল হালিম, তানভীর খান, মাহবুব হোসেন ও শিপলু আহমদ।

এছাড়াও শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজায় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজসহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

এ সময় ওসমান হাদীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ নুরুল ইসলাম কামাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS