ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির চেতনাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন মোহাম্মদ লুৎফুল করিম নামে এক ব্যক্তি।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে এসে তিনি এ দাবি জানান।
ওসমান হাদির জানাজার নামাজ শেষে দেখা যায় লুৎফুল করিম একটি দাবি সম্বলিত কাগজ উঁচু করে ধরে দাঁড়িয়ে রয়েছেন। কাগজে লেখা রয়েছে, পাঠ্যপুস্তকে হাদির চেতনা-দর্শন ও কর্মকে অন্তর্ভুক্ত করতে হবে।
হাদিকে নিয়ে রাষ্ট্রীয় ব্যয়ে নাটক-সিনেমা এবং প্রামাণ্য চিত্র তৈরি করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
মোহাম্মদপুরের বাসিন্দা একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী লুৎফুল করিমের সঙ্গে কথা বললে তিনি বাংলানিউজকে বলেন, আমি শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে এসেছি। হাদিকে নিয়ে নাটক-সিনেমা এবং প্রামাণ্য চিত্র তৈরি করা উচিত। আমরা সবাই মিলে যদি এই দাবি তুলি তাহলে এটা বাস্তবায়িত হবেই।এটা শুধু আমার বক্তব্য নয়, এটা দেশের লাখো কোটি মানুষের দাবি।
তিনি আরও বলেন, হাদির চেতনা-কর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে, হাদিকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করলে আগামী প্রজন্মের মাঝে বিশাল প্রভাব ফেলবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির উচ্চকণ্ঠ সম্বন্ধে জানতে পারবে। হাজারো হাদি এদেশে জন্মানো প্রয়োজন।
আগামী প্রজন্ম হাদির চেতনাকে হৃদয়ে ধারণ করবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মানিক জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়।
ওসমান হাদির নামাজে জানাজায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের লাখো মানুষ গ্রহণ করেন।