আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে তাঁর ভাইয়ের ছেলে সাগর আদানির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়। কৌঁসুলিরা এই গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। এই প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল।

এর আগে গতকাল বুধবার নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এরপর গৌতম আদানি ও তাঁর ভাইয়ের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মার্কিন কৌঁসুলিরা জানান, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন। কর্মকর্তাদের রাজি করানোর পর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ ক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি নিজেদের প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও (এসইসি) গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি, সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র এবং গোপন বার্তা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 

এদিকে এক বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন। পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS