ইউরো মাতানো অলমো এখন বার্সার

ইউরো মাতানো অলমো এখন বার্সার

ঘরের ছেলেকে ঘরে ফেরাল বার্সেলোনা। ৬ কোটি ইউরোর বিনিময়ে আরবি লাইপজিগ থেকে দানি অলমোকে দলে ভিড়িয়েছে তারা।এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৬ বছরের চুক্তিতে অলমোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।

সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন অলমো। দলকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি আসরের সর্বোচ্চ গোলদাতা (৩) হিসেবে গোল্ডেন বুট জিতেছেন এই ফুটবলার। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন ছাড়াও তিনি খেলতে পারেন লেফট উইংয়ে।

এস্পানিওলের হয়ে হাতেখড়ির পর শৈশবের অনেকটা সময় বার্সার লা মাসিয়া একাডেমিতে কাটিয়েছেন অলমো। ২০১৪ সালে বার্সা ছেড়ে যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগরেবে। ৬ বছরে ক্লাবটির হয়ে ১২৪ ম্যাচে ৩৪ গোল করেন তিনি। জিতেছেন ৯টি শিরোপা। এরপর ২০২০ সালে তাকে দলে ভেড়ায় লাইপজিগ। জার্মান ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জেতার পাশাপাশি ১৪৮ ম্যাচে ২৯ গোল করেছেন এই ফুটবলার।

১০ বছর পর ঘরের ছেলেকে আবারও ঘরে ফিরিয়ে আনে বার্সা। মূলত ইউরোর পারফরম্যান্স দিয়েই আলোচনায় আসেন অলমো। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম ফুটবলার হিসেবে বার্সায় যোগ দিলেন তিনি। প্রাক মৌসুম শেষে আগামী ১৭ আগস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS