চীনের পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে মঙ্গলবার রাতে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১২০টিরও বেশি বাড়িঘর। কর্তৃপক্ষ এ খবর জানায়। খবর এপির।

রাত ২টার কিছুক্ষণ পরই আকসু অঞ্চলের উকটারপান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত করে। এ কাউন্টি মান্দারিন ভাষায় উশি নামে পরিচিত। চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার এমনটি বলেছে। প্রায়  ২০০ উদ্ধারকারীকে ভূমিকম্পের এপিসেন্টার অঞ্চল পাঠানো হয়েছে।  

আহত দুজনের অবস্থা গুরুতর। চারজন হালকা আহত হয়েছেন। জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসন অঞ্চল সরকার উইবো অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, ৪৭টি বাড়ি ভেঙে পড়েছে। ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কৃষি স্থাপনাও ভেঙে পড়েছে।  

ভূমিকম্পে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। পরে আকসু কর্তৃপক্ষ দ্রুত বিদ্যৎ ফেরানোর কথা জানায়। পাহাড়ি উকটারপান কাউন্টিতে ২০২২ সালে ২ লাখ ৩৩ হাজার লোকের বাস ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS