চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে তিন হার দেখেছে বাংলাদেশ। যে কারণে সমীকরণের মারপ্যাঁচে আটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের সেমিফাইনালের স্বপ্ন।
আগের চার বিশ্বকাপে তিনটি করে জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজেরা। তাই চলতি বিশ্বকাপে বড় স্বপ্ন বুনেছিল সাকিব বাহিনী। তবে সেই স্বপ্ন যাত্রা আটকা পড়েছে যদি-কিন্তুর সমীকরণে।
বিশ্বমঞ্চে বর্তমানে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। টানা তিন ম্যাচে হেরে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেছে তারা। তবে অন্য দলগুলোর বাজে পারফরমান্সের কারণে এখনও শেষ চারের দৌড়ে টিকে আছে টাইগাররা। লাল-সবুজের দলপতি সাকিব নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তার মন্তব্য, আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না, আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি সত্যি কথা। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।
তবে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের জয় বাংলাদেশকে আরও বড় চাপে ফেলে দিয়েছে। পরের চার ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকটাই ফেবারিট আফগানরা। ওই ম্যাচে জয় পেলে রশিদ-নবিদের পয়েন্ট দাঁড়াবে ৬-এ।
আর এক্ষেত্রে বাধ্যতামূলক চারটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এ ছাড়া রানরেটের মারপ্যাঁচেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।
এদিকে বেশ কিছু ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা-ইংল্যান্ডও। সেখানকার ফল বাংলাদেশের বিপক্ষে গেলে শেষ চারের স্বপ্ন ফিকে হয়ে যাবে সাকিব বাহিনীর। পয়েন্ট টেবিলের সুবিধাও পাবে না লাল-সবুজেরা।
এ মুহূর্তে টেবিলের সাতে আছে সাকিব-শান্তরা। আর ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে উঠে এসেছে আফগানরা। আর সাকিবদের সমান পয়েন্ট আছে আরও তিন দলের। নেদারল্যান্ডস, ইংল্যান্ড, শ্রীলঙ্কা; এর মধ্যে দুই দলের বিপক্ষে এখনও মাঠে নামেনি বাংলাদেশ।