প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এ ঘটনায় প্লেন থাকা আরও পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দলীয় একটি র‌্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার।বারামতি বিমানবন্দরে অবতরণের সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের কাছেই একটি ফাঁকা মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে ব্যক্তিগত প্লেনটি। দুর্ঘটনার পরপরই প্লেনে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।গুরুতর আহত অবস্থায় ৬৬ বছর বয়সী অজিত পওয়ারসহ আরও পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবাই মারা যান।

দুর্ঘটনাকবলিত প্লেনে অজিত পওয়ারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, দুইজন সেবিকা, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS