যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একজন ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি অ্যালেক্স প্রেটি (৩৭) পেশায় একজন নার্স ছিলেন। চলতি মাসে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হওয়া তিনি দ্বিতীয় ব্যক্তি।
ঘটনার পর শহরে আবারও বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে।
গত ৬ জানুয়ারি ট্রাম্প প্রশাসন মিনেসোটায় কথিত কল্যাণভাতা জালিয়াতির অভিযোগের পর মিনিয়াপোলিস এলাকায় ২ হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন করে।
এটি যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) একটি অভিযানের অংশ, যা গত বছর থেকে মিনিয়াপোলিসে বহিষ্কারাদেশপ্রাপ্ত অভিবাসীদের লক্ষ্য করে চালানো হচ্ছে। এই তালিকায় শহরের সোমালি সম্প্রদায়ের সদস্যরাও রয়েছেন।
এজেন্ট মোতায়েনের পর থেকেই শহরে বিক্ষোভ চলছিল।৮ জানুয়ারি মার্কিন নাগরিক রেনি নিকোল গুড ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সবশেষ নিহত অ্যালেক্স প্রেটি একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক এবং মিনিয়াপোলিসের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি আইনসম্মতভাবে অস্ত্র রাখতেন এবং পার্কিং টিকিট ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার অন্য কোনো পূর্বপরিচিতি ছিল না।
বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, নিকোলেট অ্যাভিনিউয়ের একটি কফি ও ডোনাট দোকানের ভেতর থেকে ধারণ করা ফুটেজে ফেডারেল এজেন্টরা প্রেটিকে ঘিরে ধরে মাটিতে ফেলে দেন।
একজন এজেন্ট তাকে একাধিকবার আঘাত করেন। এরপর গুলির শব্দ শোনা যায় এবং প্রেটি মাটিতে লুটিয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে, এটাই সেই বন্দুক, যা প্রেটির কাছে ছিল।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ২৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে মিনিয়াপোলিসে এক ফেডারেল কর্মকর্তা একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।
বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, সীমান্তরক্ষী কর্মকর্তারা এক সহিংস হামলার মামলায় অভিযুক্ত একজন অবৈধ অভিবাসীকে ধরতে অভিযান চালাচ্ছিলেন।এ সময় একজন ব্যক্তি ৯ মিলিমিটার সেমি-অটোমেটিক পিস্তল নিয়ে এগিয়ে আসেন।
তার ভাষায়, কর্মকর্তারা অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তি সহিংসভাবে প্রতিরোধ করেন। নিজের জীবন ও সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে একজন এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালান।
ট্রিসিয়া ম্যাকলাফলিন আরও বলেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিক চিকিৎসা দিলেও ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পরে এক সংবাদ সম্মেলনে বর্ডার প্যাট্রোল কমান্ডার গ্রেগ বোভিনো বলেন, এজেন্ট আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন।
মিনেসোটার ডেমোক্র্যাট দলীয় গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি হোয়াইট হাউসকে বলেছেন এই ঘটনার তদন্ত মিনেসোটাকেই নেতৃত্ব দিতে হবে।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, আইসের অভিযান আমাদের শহরে নিরাপত্তা তৈরি করছে না। তিনি এই অভিযানে মুখোশধারী ফেডারেল এজেন্টদের উপস্থিতিকে আক্রমণ বলে উল্লেখ করে বলেন, তারা দায়মুক্তির মানসিকতা নিয়ে কাজ করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত বন্দুকের ছবিটি শেয়ার করেন। তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশ কোথায় ছিল এবং কেন তাদের আইসের কর্মকর্তাদের রক্ষা করতে দেওয়া হয়নি।
তিনি লেখেন, মেয়র ও গভর্নর কি তাদের ডেকে সরিয়ে নিয়েছিলেন? বলা হচ্ছে, অনেক পুলিশকে তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাই আইসকে নিজেরাই নিজেদের রক্ষা করতে হয়েছে, এটা সহজ কাজ নয়!
ট্রাম্প আরও লেখেন, মেয়র ও গভর্নর তাদের ঔদ্ধত্যপূর্ণ, বিপজ্জনক ও অহংকারী বক্তব্য দিয়ে বিদ্রোহ উসকে দিচ্ছেন… আমাদের আইস দেশপ্রেমিকদের তাদের কাজ করতে দিন!
সূত্র: বিবিসি