ইরানের গণমাধ্যমগুলো তেহরানের ইনকিলাব স্কয়ারে স্থাপিত নতুন একটি দেয়ালচিত্র প্রকাশ করেছে, যেখানে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলার প্রতীকী দৃশ্য তুলে ধরা হয়েছে।
দেয়ালচিত্রটিতে যুক্তরাষ্ট্রের পতাকা থেকে অনুপ্রাণিত নকশায় সমুদ্রের ওপর রক্তের মতো ছড়িয়ে পড়া একটি দাগ দেখা যায়, যা ওই রণতরীকে আঘাত করার পরের দৃশ্যের ইঙ্গিত দেয়।
এই দেয়ালচিত্রে ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা বার্তাটির অর্থ হলো—‘অশান্তির বীজ বপন করলে, ধ্বংসের ফল ভোগ করতে হবে’।
দেয়ালচিত্রটি প্রকাশের সময় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।কারণ, একই সময়ে আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপসহ অন্যান্য মার্কিন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন প্রতীকী বার্তা কেবল অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করার জন্য নয়, বরং এটি ওয়াশিংটনের প্রতি একটি রাজনৈতিক ও কৌশলগত সতর্কবার্তাও হতে পারে।