বিক্ষোভে হাজারো মানুষ নিহত: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

বিক্ষোভে হাজারো মানুষ নিহত: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

সম্প্রতি ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলেও মন্তব্য করেন।

শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, সাম্প্রতিক এই ইরানবিরোধী ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সরাসরি জড়িয়ে পড়েছেন।

তার দাবি, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোই ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

খামেনির ভাষায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।

ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য ক্রমেই বিদেশি শক্তিগুলোকে দায়ী করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উসকে দিয়েছে এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেছে।

খামেনি সতর্ক করে বলেন, ইরান পরিস্থিতিকে সীমান্তের বাইরে যুদ্ধের দিকে ঠেলে দেবে না, তবে দায়ীদের শাস্তি এড়াতে দেবে না।তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশি বা আন্তর্জাতিক অপরাধীদেরও শাস্তি ছাড়া পার পেতে দেব না।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলছে এবং সরকারের অবস্থান আরও কঠোর হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS