ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে স্টার্ক ও নোমান, ব্যাটারদের দুইয়ে ব্রুক

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে স্টার্ক ও নোমান, ব্যাটারদের দুইয়ে ব্রুক

অস্ট্রেলিয়ায় স্মরণীয় টেস্ট জয়ের পারফরম্যান্স র‌্যাংকিংও প্রভাব ফেলেছে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের। ব্যাট হাতে অবদান রেখে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়ে তিনি এখন দুই নম্বরে। একই সঙ্গে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের নোমান আলি।

আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ রান করা ব্রুকের রেটিং পয়েন্ট এখন ৮৪৬।

তার চেয়ে ২১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডেরই জো রুট। এক ধাপ করে নিচে নেমে তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমেছেন স্টিভেন স্মিথ।

১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম জয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৩৪ বলে ৪১ রান করেন ব্রুক।দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের পথে রাখেন তিনি। এই পারফরম্যান্সই তাকে র‌্যাংকিংয়ের শীর্ষের আরও কাছে নিয়ে এসেছে।

ইংল্যান্ডের আরেক ব্যাটসম্যান জ্যাক ক্রলি চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠেছেন। লক্ষ্য তাড়ায় ৪০ রানের ইনিংস খেলা জ্যাকব বেথেল এগিয়েছেন নয় ধাপ, তার অবস্থান এখন ৭৭তম।

বোলারদের তালিকায় ভারতের জসপ্রিত বুমরাহ আগের মতোই শীর্ষে আছেন ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে। এক ধাপ উন্নতি করে প্রথমবার দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তার রেটিং পয়েন্ট ৮৪৩। একই পয়েন্ট নিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। প্যাট কামিন্স দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন চারে।পাঁচ নম্বরে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড দুই ধাপ এগিয়ে এখন সপ্তম। তিন উইকেট নিয়ে চার ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের, ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে তিনি এখন ত্রয়োদশ স্থানে। দ্বিতীয় ইনিংসে চার উইকেটসহ মোট পাঁচ শিকার করা ব্রাইডন কার্স এগিয়েছেন ছয় ধাপ, তার অবস্থান ২৩তম। ম্যাচসেরা জশ টং সাত উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩০ নম্বরে উঠেছেন।

ম্যাচ না খেলেই দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদের। টেস্ট বোলারদের তালিকায় তার অবস্থান এখন ৫৪ নম্বরে।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুই ও তিন নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ইংল্যান্ডের বেন স্টোকস। স্টার্ক দুই ধাপ নিচে নামায় এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের, তিনি এখন চার নম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS