বাজি বা আতশবাজির ঝলকানি অনেকের কাছে আনন্দের প্রতীক হলেও এর পেছনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহেদী হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বাজির শব্দে ক্ষতি ও ঝুঁকির দিকটি তুলে ধরেছেন।
নিজের পোস্টে মাহেদী হাসান লেখেন, ‘বাজির শব্দে আনন্দ নয়-ভয় পায় শিশু, অসুস্থ হয় মানুষ, ক্ষতিগ্রস্ত হয় সমাজ। তাই আসুন থার্টি ফাস্ট নাইটে আমরা এইসব থেকে বিরত থাকি।
এই মন্তব্যের মাধ্যমে মাহেদী মূলত শব্দদূষণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে এনেছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য আতশবাজির উচ্চ শব্দ যে কতটা ক্ষতিকর হতে পারে, সেটাই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
মাহেদীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, আনন্দ উদযাপনের বিকল্প উপায় থাকা সম্ভব, যেখানে অন্যের ক্ষতি বা অস্বস্তি তৈরি হবে না।