সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সাময়িক স্থগিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতার নতুন সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। জাতীয় শোকের সময়সূচি শেষে ধাপে ধাপে পুরো দেশে পুনরায় ক্রীড়া কার্যক্রম শুরু হচ্ছে।
প্রায় দেড় বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) নারী ফুটবল লিগ পুনরায় চালু করেছে, যা ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আগে এই লিগ ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচি অনুযায়ী এখন এটি ৩ ফেব্রুয়ারি শেষ হবে।
কামালাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেই এক ভেন্যুতে ১১টি ক্লাবের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী দিনে খেলা হলেও, দ্বিতীয় দিনের ম্যাচগুলো স্থগিত হয় সারা দেশে খেলাধুলা স্থগিতের ঘোষণার কারণে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিএফএফ সকল চলমান প্রতিযোগিতা স্থগিত করায় নারী ফুটবল লিগের সপ্তম আসরও সাময়িকভাবে থেমে যায়।
সংশোধিত সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বরের জন্য নির্ধারিত ম্যাচগুলো একযোগে সরিয়ে নেওয়া হয়েছে।আনসার ভিডিপি এফসি বনাম সদ্যপুসকরণী এসসি (বিকাল ৩টা ৩০), কাঁচারী পাড়া একাদশ উন্নয়ন সংঘ বনাম সিরাজ স্মৃতি সংসদ (বিকাল ৫টা ৪৫) এবং ঢাকা রেঞ্জার্স এফসি বনাম ফারাশগঞ্জ এসসি (রাত ৮টা) এই তিনটি ম্যাচ এখন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি।
সংশোধিত এ সময়সূচির কারণে চলমান সিনিয়র ডিভিশন ফুটবল লিগেও ম্যাচ তালিকায় পরিবর্তন আনতে হয়েছে।
এদিকে, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ২০২৫ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী) এর স্থগিত হওয়া সেমিফাইনালের নতুন তারিখ প্রকাশ করেছে। ৩০ ডিসেম্বর নির্ধারিত সেমিফাইনালগুলো এখন অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, আর ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।
নতুন সময়সূচি চূড়ান্ত করে ক্রীড়া ফেডারেশনগুলো জাতীয় শোকের পর দেশের ক্রীড়াঙ্গন আবার স্বাভাবিক গতি আনছে।