শোকে নির্বাক-বিমর্ষ তারেক রহমান

শোকে নির্বাক-বিমর্ষ তারেক রহমান

শূন্য দৃষ্টি। স্মৃতিপটে ভাসছে যেন মায়ের অজুত-সহস্র স্মৃতি। সদ্য মা খালেদা জিয়াকে হারিয়ে ফেলার শোকে নির্বাক-বিমর্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাকে এমনই শোকাভিভূত দেখা গেল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর করণীয় ঠিক করতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ বৈঠকে বসে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। 

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠককালে বিমর্ষ ও চুপচাপ বসে থাকতে দেখা যায় তারেক রহমানকে।

বৈঠকের একটি ভিডিও এবং ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে তারেক রহমানকে এভাবে শোকের ভারে নত দেখে অনেকে নেটিজেন সমবেদনা জ্ঞাপন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS