তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর খনন এখনো শুরু হয়নি। তবে ইতোমধ্যে তার কবর দেখতে বিএনপি নেতাকর্মীসহ উৎসুক অনেকেই ভিড় করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জিয়া উদ্যান ঘুরে এমন চিত্র দেখা যায়।
ইতোমধ্যে এই স্থান পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরও জিয়া উদ্যানে এসেছেন।
সরেজমিনে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের চারপাশে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকে দাঁড়িয়ে আছেন নীরব হয়ে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে সেখানে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।