সংসদ নির্বাচনে যে আটটি দল মনোনয়নপত্র জমা দেয়নি

সংসদ নির্বাচনে যে আটটি দল মনোনয়নপত্র জমা দেয়নি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে আটটি দল থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। বাকি ৫১টি দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

যে দলগুলো মনোনয়নপত্র দাখিল করেনি, সেগুলো হলো-বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

তিনি জানান, স্বতন্ত্র থেকে ৪৭৮টি এবং ৫১টি দল থেকে ২ হাজার ৯১টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS