সুইডেনে শীতকালীন ঝড়ে তিনজনের মৃত্যু

সুইডেনে শীতকালীন ঝড়ে তিনজনের মৃত্যু

শীতকালীন প্রবল ঝড়ে ইউরোপের নর্ডিক অঞ্চলের একাধিক দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে সুইডেনে এই ঝড়ে অন্তত তিনজন মারা গেছেন। একই সঙ্গে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সুইডিশ আবহাওয়া ও জলবিদ্যা ইনস্টিটিউট (এসএমএইচআই) উত্তর সুইডেনের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে।

‘জোহানেস’ নামের এ ঝড় ইউরোপের নর্ডিক অঞ্চলজুড়ে আঘাত হেনেছে।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্টে গাছ ভেঙে পড়ায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অন্য এক ঘটনায়, ঝড় মোকাবিলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হেমাবের এক কর্মী দুর্ঘটনায় মারা যান বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

পুলিশ আরও জানিয়েছে, পূর্ব-মধ্য সুইডেনের হোফর্সে একটি বনে কাজ করার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক আহত ষাটোর্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

ঝড়ের প্রভাবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে হাজার হাজার ঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুধু সুইডেনেই ৪০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে বহু ট্রেন চলাচল বাতিল করা হয় বলে জানিয়েছে সুইডিশ বার্তা সংস্থা টিটি। ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে পুরো নর্ডিক অঞ্চলে বিমান, রেল ও ফেরি চলাচলেও বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

নরওয়ের নর্ডল্যান্ড কাউন্টিতে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঝড়জনিত ২০০টির বেশি ঘটনায় সাড়া দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে। সেখানে প্রায় ২৩ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া ইনল্যান্ড অঞ্চলে আরো ৯ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

ফিনল্যান্ডে ‘হানেস’ নামে পরিচিত এই ঝড়ের প্রভাব রোববার সকালে কিছুটা কমে আসে। তবে তখনো ৩৩ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইয়লে।

উত্তর ফিনল্যান্ডের কিত্তিলা বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেনেভা থেকে আসা সুইস এয়ারের একটি যাত্রীবাহী বিমান এবং একটি ছোট জেট উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে তুষারস্তূপে গিয়ে পড়ে। বিমানে প্রায় ১৫০ জন যাত্রী থাকলেও কেউ আহত হননি।

এদিকে সুইডেনের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা যাচাই কার্যক্রম চলায় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS