৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি: নাহিদ ইসলাম

৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি: নাহিদ ইসলাম

সারা দেশে ৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এটি এখনো চূড়ান্ত নয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের ৪৭টা নমিনেশন সাবমিট হয়েছে।

কারা জমা দিয়েছে, তা শিগগিরই জানতে পারবেন। সেখানে আসিফ মাহমুদের আসনে আমাদের কোনো প্রার্থী নেই। আপনারা এখানে আমাদের জোটের প্রার্থীদের দেখতে পাবেন।

নাহিদ আরও বলেন, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই এটা চূড়ান্ত হবে। আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। যেহেতু কিছু বাতিল হতে পারে।

দলের স্বার্থে যারা এবার নির্বাচন করবে না, তাদের দল পরে মূল্যায়ন করবে বলা জানিয়েছেন নাহিদ।

তিনি বলেন,  এনসিপি সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। যারা দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ করেছে, সেটা দল অবশ্যই মূল্যায়ন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS