News Headline :
তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল কাঙ্ক্ষিত এ প্রত্যাবর্তনের প্রহর গুনছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদের অনেকেই। সেই আকাঙ্ক্ষার অনুভূতি থেকে তৈরি হয়েছে গান ‘নেতা আসছে’।

গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।

এর কথা এমন: ‘নেতা আসছে, নেতা আসছে, মা মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্য সন্তান আসছে।’

‘নেতা আসছে’ গানটি লিখেছেন মিজানুর রহমান; পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি বিএনপির অফিশিয়াল পেইজে আপলোড করা হয়েছে। সেখানে শত শত অনুসারীরা তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS