দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল কাঙ্ক্ষিত এ প্রত্যাবর্তনের প্রহর গুনছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদের অনেকেই। সেই আকাঙ্ক্ষার অনুভূতি থেকে তৈরি হয়েছে গান ‘নেতা আসছে’।
গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।
এর কথা এমন: ‘নেতা আসছে, নেতা আসছে, মা মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্য সন্তান আসছে।’
‘নেতা আসছে’ গানটি লিখেছেন মিজানুর রহমান; পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।
গানটি বিএনপির অফিশিয়াল পেইজে আপলোড করা হয়েছে। সেখানে শত শত অনুসারীরা তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন।