News Headline :
তারেক রহমানকে বরণে ঢাকায় সিলেটের লক্ষাধিক নেতাকর্মী

তারেক রহমানকে বরণে ঢাকায় সিলেটের লক্ষাধিক নেতাকর্মী

মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসিত থাকার পর দেশের মাটিতে পা রাখছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৪ ডিসেম্বর) রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে দেশের উদ্দেশে রওয়ানা দেবে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার  দিকে তাকে বহনকারী ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।

এরপর দুপুর ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছিন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেটেও উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে বরণে সিলেট বিএনপির অন্তত লক্ষাধিক নেতাকর্মী ঢাকামুখী রয়েছেন।অনেকে ঢাকায় পৌছে গেছেন। কেউ বা ঢাকার পথে রয়েছেন। নেতাকর্মীদের বেশিরভাগ বাসে ও ট্রেন যোগে ভ্রমন করছেন। সর্বশেষ আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপবন ট্রেনে আরো ৪টি কোচ সংযুক্ত করা হয়েছে, জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে বলেন, সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ২ শতাধিক বাস-মিনি বাসে, প্রাইভেট গাড়ি ও ট্রেনযোগে ৫০ হাজারের অধিক নেতাকর্মীরা ঐতিহাসিক এই দিনে ইতিহাসের সাক্ষি হতে ঢাকায় যাচ্ছেন। 

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বাংলানিউজকে বলেন, নগরের ৪২টি ওয়ার্ড, সদর ও দক্ষিণ সুরমা থেকে অন্তত শতাধিক গাড়ি, ট্রেন ও প্রাইভেট গাড়িযোগে ঢাকায় রওয়ানা হয়েছেন। মহানগর এলাকা থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তা জনিত কারণে সিলেটে নামবেন না তারেক রহমান। যাত্রাবিরতিকালে নিরাপত্তার স্বার্থে অভ্যর্থনা জানাতে ভীড় না করার জন্য সিলেট ওসমানী বিমানবন্দরে ভীড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বাংলানিউজকে বলেন, বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা বলয়ে থাকে। আর আন্তির্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তবে বৃহস্পতিবার লোক সমাগম যাতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগম না করতেও বিধিনিষেধ রয়েছে। 

উল্লেখ্য, দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সে সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS