ভারত ও পাকিস্তান থেকে ৪৫৯ কোটি টাকার চাল কিনবে সরকার

ভারত ও পাকিস্তান থেকে ৪৫৯ কোটি টাকার চাল কিনবে সরকার

ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন করে এক লাখ মেট্রিক টন চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ভারত থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৪৫৯ কোটি ৫ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, খাদ্য আমাদের প্রথম অগ্রাধিকার। এ লক্ষ্যে আমরা ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি আর ৫০ হাজার মেট্রিক টন আতব চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছি। কিন্তু এখন আতপ চালের চাহিদা একটু বেড়ে গেছে। আগে চিটাগাং, সিলেট এখন দেখি সাতক্ষীরা জেলায় আতব চালের চাহিদা বেড়েছে।তবে চালের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারে বাড়ছে। কারণ চীন কিন্তু প্রচুর চাল কিনছে, এখন ওদের চাহিদা বেশি ওরা মেইনলি ভিয়েতনাম থেকে কিনছে। আমরা আগের দামেই চাল পেয়েছি। তবে ভবিষ্যতে এ দামে পাবো কিনা জানি না।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৯ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। 

ভারতের এস পট্টাভী এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল কিনতে ব্যয় হবে ২১৭ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৬৬৫ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫৫.৭৭ (তিনশত পঞ্চান্ন দশমিক সাত সাত) মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।  

পাকিস্তানের ট্রেডিং করপোরেশন থেকে এই চাল কিনতে ব্যয় হবে ২৪১ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৯৫.০০ (তিনশত পঁচানব্বই) মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS