নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করার দাবি চেম্বার সভাপতি দিপুর

নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করার দাবি চেম্বার সভাপতি দিপুর

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের নারায়ণগঞ্জ ক্লাবে এসসিসিআইর এক অনুষ্ঠানে অংশ নিয়ে দিপু ভূঁইয়া এ কথা বলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে অন্তত ৩০ শতাংশ স্থানীয় নাগরিককে চাকরি দেওয়ার আহ্বান জানান।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমরা কারখানাগুলোতে কথা বলছি, যেন নারায়ণগঞ্জের অন্তত ৩০ শতাংশ লোককে চাকরি দেওয়া হয়।

আমরা নারায়ণগঞ্জ থেকে বেকারত্ব দূর করব।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পাট ও জামদানি নিয়ে তারা কাজ করছেন এবং এগুলো যেন রপ্তানি করা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন ভাষা শেখানো হবে এবং বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করা হবে।

নারায়ণগঞ্জের জিডিপিতে দেশের মোট অবদানের ৮ শতাংশ উল্লেখ করে দিপু ভূঁইয়া প্রশ্ন তোলেন, তবুও নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা বানিয়ে রাখা হয়েছে।আমরা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে তৈরি করব।

রাজউকের আওতা থেকে বেরিয়ে আসার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আমি আশা করব নারায়ণগঞ্জ কর্তৃপক্ষের নামে একটি বোর্ড হবে। আমরা রাজউকের আওতায় থাকতে চাই না। নারায়ণগঞ্জ যে ট্যাক্স দেয়, সেই টাকায় অবশ্যই নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন শহর হিসেবে গড়ে তোলা হবে।

দিপু ভূঁইয়া শহরের বর্তমান যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ ট্রাফিকের কারণে অচল হয়ে গেছে। আমরা বিভিন্ন স্পটে ছাত্রদের নিয়ে ট্রাফিক সমস্যা কমানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছি।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে মেট্রোরেল আনার জন্য তারা রেল মন্ত্রণালয়ে গিয়েছেন, যাতে মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে। অন্যান্য উন্নয়নমূলক কাজের মধ্যে ডিএনডি এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং ঈদগাহ ময়দানের সৌন্দর্য বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

দিপু ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জ আমরা ব্যবসায়ীদের নিয়ে গড়ব। সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ার দায়িত্ব আমাদের আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS