২০২১-২২ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল দুই বছর আগে। শুটিং শেষ হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
জানা গেছে, নতুন বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কল্পিত নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুরুতে নাবিলাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সম্মত হননি। বরং নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন- তিনি ‘বনলতা সেন’ চরিত্রটিই করতে চান। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন নির্মাতা।
সিনেমাটির বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানেই এক ধরনের দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন- সব মিলিয়ে পুরো প্রক্রিয়াই ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’
‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয়ে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।