ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় একের পর এক সফল কনসার্টের মধ্য দিয়ে সংগীতজগতে চার দশক পূর্তি উদযাপন করে আসছিল তারা। তবে হঠাৎ করেই বাধার মুখে পড়ল তাদের বহুল প্রত্যাশিত ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’। 

ব্যান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কনসার্ট ট্যুর স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও নানা প্রশ্ন।

এমন অবস্থায় বিষয়টি পরিষ্কার করতে এক বিবৃতিতে কনসার্ট ট্যুর স্থগিতের কারণ জানিয়েছে ওয়ারফেজ।

বিবৃতিতে ব্যান্ড জানায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ায় এবং একই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় সফলভাবে এই লিগ্যাসি ট্যুর সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর আয়োজনের প্রস্তুতি চলছিল।এ লক্ষ্যে কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল।

এ ছাড়া আগামী জানুয়ারি মাসে একটি বড় পরিসরের গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। সেই কনসার্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং তারা আগ্রহও প্রকাশ করেছিলেন। স্পন্সরদের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল।

তবে বিবৃতিতে ব্যান্ডটি জানায়, গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিকল্পনা অনুযায়ী এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে। এতে শিল্পী ও আয়োজকরা আর্থিক ও পেশাগতভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন- যার উদাহরণ সাম্প্রতিক সময়েই দেখা গেছে।

এই বাস্তবতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনা করেই আপাতত ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ ও গালা কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ারফেজ।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যান্ডের সদস্যরা আশা করছেন- আগামী বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন করে বিষয়টি মূল্যায়ন করে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হবে।বর্তমান বাস্তবতায় বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করতে না পারায় প্রিয় ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ব্যান্ডটি।

উল্লেখ্য, গত বছরের ৬ জুন সংগীতজগতে পথচলার চার দশক পূর্ণ করে বাংলাদেশের রক-মেটাল ঘরানার অন্যতম পথিকৃৎ ব্যান্ড ওয়ারফেজ। এই দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম, স্যুভেনির প্রকাশনা এবং নানা বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা নিয়েছিল তারা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS