ভারতের বিশ্বকাপ দলে ইশানের প্রত্যাবর্তন, জায়গা হারালেন গিল

ভারতের বিশ্বকাপ দলে ইশানের প্রত্যাবর্তন, জায়গা হারালেন গিল

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারত। এবারের দলে বড় চমক হিসেবে অক্ষর প্যাটেলকে সূর্যকুমার যাদবের ডেপুটি বা সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ফর্মহীনতার কারণে বড় ধাক্কা খেয়েছেন এশিয়া কাপের সহ-অধিনায়ক শুবমান গিল; বিশ্বকাপের এই মূল স্কোয়াডেই জায়গা হয়নি তার।

অন্যদিকে ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডকে শিরোপা জেতানোর পুরস্কার পেলেন ইশান কিশান।

বিস্ফোরক ব্যাটিং ও উইকেটকিপিংয়ের দক্ষতায় সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছেন তিনি। 

ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকার জানান, টিম কম্বিনেশনের কারণে গিলকে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়তে হয়েছে। গিলের অনুপস্থিতিতে টপ অর্ডারে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন বা ইশানকে ওপেন করতে দেখা যেতে পারে।

দক্ষিণ আফ্রিকা সফরে না থাকলেও বিশ্বকাপের আগে দলে ফিরেছেন হার্ড-হিটার রিংকু সিং।জিতেশ শর্মা বাদ পড়ায় দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইশানকেই সেরা ব্যাকআপ মনে করছে বোর্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপের আসর। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ ‘এ’-তে লড়বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে। ভারতের মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ইশান কিশান (উইকেটকিপার)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS