পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপান করায় নামিয়ে দিল ব্রাজিল

পাকিস্তানি হকি ম্যানেজারের কাণ্ড: বিমানে ধূমপান করায় নামিয়ে দিল ব্রাজিল

পাকিস্তান হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান আনজুম সাঈদের এক কাণ্ডজ্ঞানহীন আচরণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। বিমানে বসে ধূমপান করার দায়ে ব্রাজিল বিমানবন্দরে তাকে এবং দলের এক খেলোয়াড়কে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনায় এফআইএইচ প্রো লিগ শেষে সিনিয়র পাকিস্তান দল যখন দুবাই হয়ে দেশে ফিরছিল, তখন ব্রাজিলের রিও দি জেনিরো বিমানবন্দরে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি দেয়। অভিযোগ উঠেছে, বিমানটি যখন রিফুয়েলিং করছিল, ঠিক তখনই আনজুম সাঈদ ও এক খেলোয়াড় বিমানের ভেতরে ধূমপান শুরু করেন।

নিরাপত্তার খাতিরে রিফুয়েলিংয়ের সময় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় কর্তৃপক্ষ তাদের আর দুবাইগামী বিমানে উঠতে দেয়নি।

দেশের মাটিতে পা রাখার পর বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হলে আনজুম সাঈদ আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন। তিনি দাবি করেন, দুবাইয়ে ব্যক্তিগত কাজ থাকায় তিনি দলের সঙ্গে ফেরেননি। তবে পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) তথ্যে বেরিয়ে এসেছে আসল ঘটনা।

পাকিস্তান স্পোর্টস বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত নেতিবাচক। তারা পাকিস্তান হকি ফেডারেশনকে (পিএইচএফ) এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তার মতে, ধূমপানের বিষয়টি ধরা পড়লে আনজুম ও ওই খেলোয়াড় তর্কে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছিলেন।

আনজুম সাঈদ পাকিস্তানের একজন নামী হকি তারকা।

তিনি ১৯৯২ অলিম্পিকের সেমিফাইনালে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন। এমন একজন অভিজ্ঞ অলিম্পিয়ানের হাত ধরে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের আচরণেও হতাশ করল পাকিস্তান হকি দল। প্রথমবারের মতো খেলা এই প্রো লিগেও পাকিস্তানের ফল আশানুরূপ ছিল না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS