ঢাকায় নৈতিকতা বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস উদ্বোধন

ঢাকায় নৈতিকতা বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস উদ্বোধন

ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হলো নৈতিকতা বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস। এতে উদারতা ও নৈতিকতার ওপর জোর দিলেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নৈতিকতার ১০০ বছর উদযাপন উপলক্ষে প্রথম আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজন করে সম্মান ফাউন্ডেশন। 

‘উদারতা-নৈতিকতার একটি মূল স্তম্ভ ও সুখের ওপর এর প্রভাব’ শীর্ষক এই কংগ্রেসে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেন।

কংগ্রেসের সভাপতি অধ্যাপক ড. মতিউর রহমান মোল্লা বলেন, এই অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব এখন মানবতার কথা বললেও আপনারা গাজার দিকে দেখুন। সেখানে মানবতা নেই। আমাদের বিশ্বজুড়ে মানবতা ছড়িয়ে দিতে হবে।

জাপানের মোরালোজি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ওসামু নাকাইমা বলেন, নৈতিকতার সঙ্গে নিরাপত্তা, শান্ত ও সুখ জড়িত। সুখ ও নৈতিকতার সঙ্গে আত্মত্যাগ, বিশ্বাস, দানশীলতা, কর্তব্যে অগ্রাধিকার নীতি মেনে চলা প্রয়োজন। এই নীতিগুলো বিচ্ছিন্ন নয় বরং পরস্পর সংযুক্ত, যা সর্বোচ্চ নৈতিকতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত মূল গুণ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুবাইউল মুর্শেদ বলেন, আমাদের প্রকৃত সুখ অনুসন্ধান করতে হবে।

জানতে হবে, সুখ কিসে হয়। সুখ স্থান ও দেশ ভেদে ভিন্ন হতে পারে। পশ্চিমাদের সুখ থেকে এশিয়ানদের সুখ ভিন্ন। উদারতা, নৈতিকতা ও সুখের মধ্যে আমরা সামঞ্জস্য খুঁজতে চাই। নীতি বিদ্যা নিয়ে জাপানের প্রখ্যাত গবেষক চিকুরু হিরোকি ব্যাপক কাজ করেছেন।তার চিন্তা ধারা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।

কংগ্রেসে গ্লোবাল ভেলু অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা আলাম মেরভিন উলিয়ামস, থাইল্যান্ডের অধ্যাপক ড. নারঙ্গসক নুসরন, লন্ডন ভার্সিটির ড. পি লেথ ক্রাওকুয়ের প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS