প্রতিরক্ষা সহযোগিতা চাইতে জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট

প্রতিরক্ষা সহযোগিতা চাইতে জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার জাপানের হিরোশিমা শহরে পৌঁছেছেন। জি-৭ নেতাদের সাথে বৈঠক এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য জি-৭ নেতাদের সহযোগিতা চাইবেন তিনি।

আরব নিউজ জানায়, জেলেনস্কি একটি ফরাসি সরকারি বিমানে করে জাপান পৌঁছান। রাশিয়ার পারমাণবিক হুমকির বিষয়ে পশ্চিমা সরকারগুলোর উদ্বেগের মধ্যে জাপানের গ্রুপ অফ সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন জেলেনস্কি।

জাপানে পৌঁছে জেলেনস্কি এক টুইটে জানান, জাপান, জি-৭। ইউক্রেনের অংশীদার এবং বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক।

জেলেনস্কি জি-৭ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাছাড়া ভারত ও ব্রাজিলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার জি-৭ সদস্যদের সাথে অধিবেশন করার কথা রয়েছে।

এর আগে কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরব সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবে চলমান আরব লীগের সম্মেলনে যোগদানের জন্যই তিনি এই সফরে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল ১৯ মে শুক্রবার সৌদি আরবের রাজধানীর জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন জেলেনস্কি। এরপর একটি টুইট বার্তায় জেলেনস্কি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ককে এগিয়ে নেয়াই এই সফরের উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS