খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র অবস্থান অবশেষে প্রকাশ্যে এসেছে। তিনি বর্তমানে শিবপুরী এলাকায় সামরিক বাহিনীর নিরাপত্তায় অবস্থান করছেন, এবং সেখান থেকেই চলমান জেন জি আন্দোলনকারীদের উদ্দেশে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের ইংরেজি সংবাদমাধ্যম ‘খবরহাব’-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বার্তায় অলি বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের কারণে আমি সন্তানহীন হয়ে পড়েছি, কিন্তু বাবা হওয়ার ইচ্ছা এখনো আমার ভেতরে জীবিত। তিনি পুলিশি গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানান এবং তার শাসনামলের শান্তিপূর্ণ দৃষ্টান্ত তুলে ধরেন।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন একটি গুলিও ছোড়া হয়নি। আমি সবসময় শান্তির পক্ষে ছিলাম।

চলমান বিক্ষোভের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ব্যবহার করে আন্দোলনকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ হঠাৎ করে ঘটেনি। নিষ্পাপ তরুণদের ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

বার্তার শেষদিকে অলি আবারও নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকার বিষয়ে জোর দেন।

তিনি বলেন, “নাগরিকদের কথা বলার, চলাফেরার এবং প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS