৯/১১ এর পর নিউইয়র্কে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলায় ৮ জনকে হত্যার অভিযোগে এক ব্যাক্তিকে ১০ বার যাবজ্জীবন এবং ২৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, সাইফুল্লো সাইপভ নামের এই ব্যক্তি ২০১৭ সালে ম্যানহাটনের একটি রাস্তায় পথচারী এবং সাইকেল আরোহীদের ওপর ট্রাক চালিয়ে আটজনকে হত্যা করেছিলেন।
তাকে সাজা দেওয়ার সময় বলা হয়, তিনি অনেকগুলো জীবন ধ্বংস করেছেন এবং বিচারের সময় তিনি কোন অনুশোচনা দেখাননি। এমনকি রায় ঘোষণার সময়ও সাইফুল্লো তার মত পরিবর্তন করেননি। তিনি ওই সময়ও জঙ্গি গোষ্ঠী আইএসের প্রশংসা করছিলেন।
উজবেকিস্তান নাগরিক সাইপভ ২০১৭ সালের হ্যালোইন উৎসবের সন্ধ্যায় ম্যানহাটনের ডাউনটাউনের পশ্চিম দিকে এলোমেলোভাবে সাইকেল চালক এবং পথচারীদের আক্রমণ করার জন্য একটি ভাড়া করা ট্রাক ব্যবহার করেছিল৷
তিনি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন এবং গাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গুলি করে। তিনি আশা করেছিলেন, এই নৃশংসতা তাকে আইএসের সদস্যপদ পেতে সাহায্য করবে।
তাকে কলোরাডোর হাই সিকিউরিটি কারাগার ‘সুপারম্যাক্সে’ রাখা হবে। যেখানে বন্দীরা দিনে ২৩ ঘণ্টা কক্ষে সময় কাটায়।
হামলা থেকে বেঁচে যাওয়া রাচেল ফার্ন বলেছেন, তিনি নিজের সাথে ঘটা ঘটনার জন্য সাইপভকে ক্ষমা করতে পারেন, তবে অন্যদের জন্য নয়।
ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন আর্জেন্টিনার পর্যটক, একজন বেলজিয়ামের নাগরিক এবং দু’জন আমেরিকান।