যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের রাষ্ট্রদূতের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল তুলে নেওয়ার ঘোষণা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার বাংলাদেশে থাকাকালীন কোনো বিদেশি রাষ্ট্রদূতকে আর বাড়তি নিরাপত্তা প্রদান করা হবে না বলে জানিয়েছেন । এ প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিশ্চিত করাই আসল।
পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, কোনো দূতাবাস তাদের সুরক্ষার জন্য সরকার দ্বারা তাদের জন্য গঠিত আনসার সদস্যদের বিশেষ দলের সুবিধা নিতে চাইলে, লিখিতভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে।