নিউজিল্যান্ডের ইউলিংটন এলাকায় এক ছাত্রাবাসে অগ্নিকান্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। পুলিশ জানিয়েছে, অনেকেই এই দুর্ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে তবে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (১৫ মে) স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ইউলিংটন এলাকায় চারতলা লোফারস লজ নামক ছাত্রাবাসে এই অগ্নিকান্ড ঘটে।
নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ক্রিস হিপকিন্স সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নেভাতে গিয়ে দমকলবাহিনী ভবনের ছাদেও আগুন দেখতে পায়। প্রায় ২০টি ইউনিট স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, নিহত এবং ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা সম্পূর্ণ ভবনটি পর্যবেক্ষণের পর জানা যাবে। দমকলবাহিনীর কর্মীরা বলছে, আগুনের ধোঁয়া থেকে বাঁচতে এলাকাবাসীকে ঘরের বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করতে। পাশাপাশি নিজেদের বাসার দরজা এবং জানালা বন্ধ রাখতে।