কিয়েভে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

কিয়েভে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারজনের প্রাণ গেছে। সেখানে লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছেন মেয়র।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শনিবার ভোরে শহরের কেন্দ্রীয়ভাবে অবস্থিত শেভচেনকিভস্কি জেলায় এ হামলা হয়েছে।  খবর আল জাজিরার।  

শনিবার সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি কয়েক ঘণ্টা আগে রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেন এবং জানান যে শহরের চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

মেয়র জানান, শেভচেনকিভস্কি জেলায় কয়েক ভবনের জানালা ভেঙে গেছে। এর মধ্যে লুকিয়ানিভস্কা মেট্রো স্টেশনের প্রবেশপথের জানালাও রয়েছে। স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শেভচেনকিভস্কি এলাকাটি কিয়েভের এক ব্যস্ত অংশ, যেখানে বিশ্ববিদ্যালয়, বার ও রেস্তোরাঁ রয়েছে।

এদিকে শনিবার রুশ বাহিনী ঝাপোরিঝিয়া শহরের কেন্দ্রে হামলা চালিয়েছে। সেখানে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরোভ। একটি শিল্প স্থাপনার প্রশাসনিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

কিয়েভ থেকে আল জাজিরার সাংবাদিক জোনাহ হাল বলেন, স্থানীয় সময় ভোর ৬টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়। একটি আবাসিক ভবন থেকে ধোঁয়া আসছিল।

পরে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ওই হামলার সময়ে ২৪টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS